ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

জুলকারনাইন সায়ের

বাংলাদেশ সৎ মানুষদের দেশ, অদৃশ্য অশরীরীরাও সুখে-শান্তিতে অবস্থান করে

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৯:১৭, ২৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ সৎ মানুষদের দেশ, অদৃশ্য অশরীরীরাও সুখে-শান্তিতে অবস্থান করে

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশকে বিশ্বের সৎ মানুষের দেশ বলা হলে ভুল হবে না। এখানে দুর্নীতি বলতে কিছু নেই, কারণ এর পেছনে আসল কাজ করে অদৃশ্য অশরীরীরা। বিশ্বব্যাংক, আইএমএফ ও দাতা দেশগুলো থেকে বিলিয়ন ডলারের ঋণ ও সাহায্য আসে, কিন্তু তা কোথায় খরচ হয়, কেউ জানে না।

বাংলাদেশের মানুষ সততায় অটুট, কিন্তু অশরীরীদের ষড়যন্ত্রে প্রভাবিত। এ দেশ তাই সৎ মানুষের পাশাপাশি অশরীরীদের শান্তিপূর্ণ সহাবস্থানের মডেল!

তাই বর্তমানে তার এই স্ট্যাটাস নতুন আলোচনার জন্ম দিয়েছে।

জাফরান

×