ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

কোথাও নেই আওয়ামী লীগ!

প্রকাশিত: ১৮:৩১, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৫৪, ২৩ জানুয়ারি ২০২৫

কোথাও নেই আওয়ামী লীগ!

ছবি: সংগৃহীত।

রাজনৈতিক প্রচার-প্রচারণা ও দলীয় সমর্থনের প্রতীক হিসেবে ব্যবহৃত ব্যানার, লোগো, কোটপিন এবং অন্যান্য সামগ্রী এখন আর কোথাও দেখা যাচ্ছে না আওয়ামী লীগের। ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে এ চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।

রাজনৈতিক সামগ্রী বিক্রেতাদের মতে, আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে এই দলের ব্যানার-লোগো ও অন্যান্য সামগ্রীর চাহিদা ছিল সর্বোচ্চ। বছরের প্রায় প্রতিটি সময়ই আওয়ামী লীগের সামগ্রী তৈরি ও বিক্রিতে ব্যস্ত থাকতে হতো তাদের। তবে বর্তমানে এসব সামগ্রীর কোনো চাহিদা নেই।

এক বিক্রেতা জানান, “আওয়ামী লীগের ব্যানার বা লোগো কেনার লোক নেই। দোকানে আসেও না। বিএনপি-জামায়াতের সামগ্রীর চাহিদা এখন ব্যাপক বেড়েছে।”

আরেকজন বিক্রেতা বলেন, “বর্তমানে বিএনপি ও জামায়াতের ব্যানার-লোগো বেশি বিক্রি হচ্ছে। আওয়ামী লীগের কেউ কেউ দোকানে আসলেও তারা খুঁজে দেখে, কিন্তু চাওয়ার সাহস পায় না। আবার ফিরে যায়।”

রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে এই পরিবর্তন দোকানিদের ব্যবসাতেও সরাসরি প্রভাব ফেলেছে। আওয়ামী লীগের সামগ্রীর জায়গা এখন দখল করেছে বিএনপি ও জামায়াতের প্রতীকসম্বলিত সামগ্রী।

সূত্র: https://www.youtube.com/watch?si=VqM05UvXUhRrn1h6&v=5wOdssRauCg&feature=youtu.be

সায়মা ইসলাম

×