ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

নিষিদ্ধ ছাত্রলীগে ঢাবি সভাপতির পদ নিয়ে যা বললেন শিবির সেক্রেটারি 

প্রকাশিত: ১৫:০২, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৫:২৫, ২৩ জানুয়ারি ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগে ঢাবি সভাপতির পদ নিয়ে যা বললেন শিবির সেক্রেটারি 

ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্রলীগের পদে থাকা ফরহাদ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ এক না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি বা তার আগের সভাপতির সাথে এই জাতীয় কোন কর্মকাণ্ডের প্রমাণ দেখাতে পারবেন না। যিনি বর্তমান সভাপতি রয়েছেন তিনি হলের ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তৎকালীন সময় ছাত্রলীগের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে ডিবেট ক্লাবের কারণেই যেতে হয়েছে। এটা ছাত্রদলের ক্ষেত্রেও এই ঘটনা রয়েছে।

বেসরকারি টেলিভিশনের টকশো ‘ছাত্র সংগঠনের ঐক্য ও আগামির বাংলাদেশ’ এসব কথা বলেন তিনি।   

ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গে জরিত থাকার প্রমাণ দেখালে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা এ বিষয়ে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, কোনো প্রমাণ দেখাতে পারবে না। ইসলামী ছাত্রশিবির এমন কোন সংগঠন না যে হঠাৎ করে কেউ ছাত্রশিবিরে জয়েন করল আর তাকে একটা একটা শাখার প্রধান বানিয়ে দেওয়া হলো। ইসলামী ছাত্রশিবিরের এমন কোন ট্রেন্ড নাই যেটা ছাত্রদলে রয়েছে। হয়তো সম্পর্ক নাই, ভাইয়ের সাথে সম্পর্ক, ধরে নিয়ে এসে ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়ার সুযোগ আছে। আমাদের ছাত্রশিবিরে এরকম কোন স্কোপ বা সুযোগ নেই। দীর্ঘ সময় ধরে ইসলামী ছাত্রশিবির করতে হয় এবং এইটা একটা আদর্শিক সংগঠনের নাম। আদর্শকে যে গ্রহণ করতে পারে সেই ইসলামী ছাত্রশিবির।

এসময় ঢাবি শিবির সভাপতির প্রসঙ্গে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, উনি বলেছেন ছাত্রদলের যে ছয় জনকে অব্যাহতি দিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের সঙ্গে ছবি তোলার জন্য।  কিন্তু কেউ পূর্বে ছাত্রলীগ করেছে বা পদ ছিল এরকম না। আমরা শুধুমাত্র কিন্তু ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যিনি সভাপতি রয়েছেন তিনি গণমাধ্যমে বলেছেন যে কেন তাকে ছাত্রলীগের পদ দেওয়া হয়েছে সেটি আমাকে জিজ্ঞেস না করে ছাত্রলীগের নেতাদেরকে জিজ্ঞেস করুন। এই একটি বাক্যই তো প্রমাণ করে যে তিনি ছাত্রলীগের দায়িত্বে ছিলেন। সুতরাং তাকে বাদ দেন।’

ছাত্রশিবিরের সেক্রেটারি বলেন, ‘বিগত ১০ বছরের মধ্যে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মিছিলগুলো হয়েছে সেখানে ১০ জন ১৫ জনের বেশি আমরা দেখিনি। এগুলো কোথায় ছিল, ছাত্রলীগের মধ্যেই ছিল। ২৯ জনের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে, সেখান থেকে ছয় জনকে আপনারা বহিষ্কার করেছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতির বিরুদ্ধে যা ছড়িয়েছে সেগুলো গুজব ও ভুয়া খবর।’ 

সূত্র: https://www.youtube.com/watch?v=ozjMDd8gp68

এম হাসান

×