শামা ওবায়েদ
আগে কিছু ঘটলেই ভারতীয়রা বলতো পাকিস্তান সব করেছে এখন ভারতে কিছু ঘটলেই বাংলাদেশ সব করেছে বিষয়টা কি এদিকে যাচ্ছে কিনা- প্রশ্নে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, সাইফ আলী খানের ঘটনার অনেক তথ্যই আমাদের কাছে এখন পর্যন্ত নাই স্পষ্ট না। এটা প্রথম কথা স্পষ্ট হওয়ার প্রয়োজন। মুম্বাই পুলিশের আরো ক্লিয়ারলি বলতে হবে সিসিটিভিতে যেই লোককে দেখা গেছে আর পরে নিউজে যেই লোকের ছবি, তারা একই লোক কিনা সেখানেও সন্দেহ আছে। এখানে আমি অনেক বড় আবার একটা সংঘবদ্ধ ষড়যন্ত্রের একটা গন্ধ পাচ্ছি।
বেসরকারি টেলিভিশনের এক টকশোতে এসব কথা বলেন বিএনপির এই নেত্রী।
তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলা কিন্তু ভারত আর আওয়ামী লীগের একটা যৌথ প্রয়াস। শেখ হাসিনা প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠানে গিয়েছে- এই গুজবে লাইক কমেন্ট দিয়েছে যুবলীগ-ছাত্রলীগ। নিউজটাও তারা বানাচ্ছে এবং এখানে লাইক কমেন্টও দিচ্ছে তারা।’
শামা ওবায়েদ বলেন, ‘যে দলটা পড়ে গেছে, পচে গেছে, যাদের বিরুদ্ধে এত গুম খুনের অ্যালিগেশন তাদেরকে আবার মোটা তাজা করার একটা ব্যর্থ প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। যেখানে কিছু কিছু ভারতীয় মিডিয়া সরাসরিভাবে জড়িত। এটা অস্বীকার করার কোন উপায় নাই। এটাকে প্রতিহত করতে হবে কিভাবে- সত্যটাকে সামনে নিয়ে আসতে হবে।’
এম হাসান