বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুর সালাম বলেন, ক্ষমতার জন্য বিএনপির রাজনীতি করে না।৫ আগস্ট এর পর অন্যান্য রাজনৈতিক দল চেয়েছিল বিএনপি সরকার গঠন করুক। কিন্তু বিএনপির জনগণকে সম্মান দিয়েছে এবং বলেছে জনগণের অধিকার জনগণই ঠিক করবে আগামীতে সরকারের কে আসবে।
তিনি বলেন,বিএনপি'র কর্মী হিসেবে এবং জিয়াউর রহমানের কর্মী হিসেবে সকলকে অনুসরণ করতে হবে জিয়াউর রহমানের আদর্শ। তিনি কি খেতেন, কিভাবে চলতেন,তাঁর ব্যাংক ব্যালেন্স কত ছিল।তিনি বলেন জিয়াউর রহমান মারা যাওয়ার সময় ঢাকায় কোন বাড়ি গাড়ি রেখে যাননি। বিএনপি কর্মী হিসেবে নিজেদেরকে নির্লোভ হতে হবে এবং জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে হবে।
তিনি মনে করেন রাজনীতি জনগণের জন্য ,তাই আগে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে এবং বলেন জনগণের ভাগ্য পরিবর্তন হলে একজন নেতার ভাগ্য পরিবর্তন হবে। বিএনপি দেশের এবং দেশের মানুষের জন্য রাজনীতি করে।
তিনি বলেন বাংলাদেশের মানুষ ভালোবেসে খালেদা জিয়াকে তিন তিনবার প্রধানমন্ত্রী বানিয়েছেন।বাংলাদেশের মানুষ তারেক জিয়াকে প্রধানমন্ত্রী করবেন এই বিশ্বাস তিনি ধারণ করেন।
বিএনপি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামীলীগ এবং বিএনপির পার্থক্য এখানে যে, বিএনপির জনগণের বন্ধু এবং বিএনপি রাজনীতি শুধুমাত্র জনগণের জন্য। যারা বিএনপি এবং আওয়ামীলীগকে একসাথে মিলাতে চান তাদের বিরুদ্ধে তিনি হুঁশিয়ার করেন।
তিনি মনে করেন, বিএনপি হচ্ছে রাষ্ট্র পরিচালনার দল এবং আওয়ামী লীগ হচ্ছে রাষ্ট্র খাওয়ার দল, ধ্বংস করার দল। রাষ্ট্র পরিচালনা করার জন্য যে মেধা এবং বুদ্ধি প্রয়োজন সেটা বিএনপির আছে। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং আশা ব্যাক্ত করেন ধানের শীষ কে জনগণ জয়যুক্ত করবে।
তার দৃঢ় বিশ্বাস বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসবে এবং দেশের অধিকার ,জনগণের অধিকার বিএনপি জনগণকে ফিরিয়ে দেবে।
সূত্র:https://tinyurl.com/27dhe66e
আফরোজা