ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তরুণ প্রজন্মকে কতটা আকৃষ্ট করতে পেরেছে বিএনপি?

ইসরাত

প্রকাশিত: ০০:৪৬, ২৩ জানুয়ারি ২০২৫

তরুণ প্রজন্মকে কতটা আকৃষ্ট করতে পেরেছে বিএনপি?

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচন তো একটি হতেই হবে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিলো মানুষপর অধিকার আদায়ের লক্ষ্যে কেননা মানুষ অধিকার বঞ্চিত ছিলো।একই ভাবে গত ১৫ বছরের ঘুম খুন হত্যা ভোটাধিকার মৌলিক অধিকার ব্যহত হয়েছে, তাই মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার বিকল্প নেই।আর মানুষের আকাঙ্ক্ষাকে নিহত করার অধিকার কারোর নেই সেটা আমরা হই বা অন্তর্বর্তীকালীন সরকারই হোক বা যেই কেউ।

এসময় তিনি আরও বলেন,  একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন জনগনকে না দেখাতে পারলে গত ১৫ বছরের ঘুম খুন নির্যাতন কারাগার এসবের তো কোন মর্যাদাই রইলোনা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি তরুণ প্রজন্মের দল, শহীদ জিয়ার রহমান থেকে বেগম খালেদা জিয়া,তার থেকে তারেক জিয়া এভাবেই তারুণ্যের নেতৃত্বে বিএনপি সফল ভাবে এগিয়ে যাবে।

জামায়াত ইস্যুতে জামাতকে বিএনপির পরিক্ষিত বন্ধু মানতে নারাজ তিনি।

তিনি বলেন,১৯৯১,৯৬ তে বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে আওয়ামিলীগের সাথে থেকে জামায়াত ভয়াবহ কর্মকাণ্ড পরিচালনা করেছে।

উল্লেখ্য বর্ষীয়ান এই রাজনীবিদ আইনজীবী এবং বরিশাল ২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইসরাত

×