ছবি: সংগৃহীত।
দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাম্প্রতিক পাকিস্তান সফর এবং পাকিস্তানের যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার ক্রয়ে বাংলাদেশের আগ্রহ ভারতীয় মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।
পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানের বৈঠক নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও প্রতিক্রিয়া জানিয়েছে। কাতারভিত্তিক আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের ১৬ বছরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অবনতির ধারায় ছিল। তবে সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের পর কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেপ্টেম্বরে জাতিসংঘের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক হয়। এরপর ডিসেম্বরে ডি-৮ সম্মেলনে আবারও আলোচনা হয় দুই নেতার মধ্যে। আগামী মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন।
বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার কেনার আগ্রহ প্রকাশিত হয়েছে বলে ইসলামাবাদের গণমাধ্যমগুলো জানিয়েছে। এই প্রসঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মনির এবং বিমানবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সামরিক কর্মকর্তারা। পাকিস্তান এই আলোচনাকে "ভ্রাতৃপ্রতিম" সম্পর্কের ইঙ্গিত হিসেবে দেখালেও, বিষয়টি ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
কেবল প্রতিরক্ষা নয়, বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ পণ্য নিয়ে সরাসরি এসেছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এমন বাণিজ্যিক উদ্যোগ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় নতুন জোট গঠনের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার সময়ে বাংলাদেশের এই কৌশলিক সম্পর্ক ভারতীয় নীতিনির্ধারকদের জন্য উদ্বেগের কারণ হতে পারে।
পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের বার্তা দিচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
সায়মা ইসলাম