ছবি সংগৃহীত
ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রাসেলের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা থানায় অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। ভরাডোবা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ মোশারফ হোসেন বাহার এ অভিযোগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর ভালুকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে বেপরোয়া হয়ে উঠেছেন এই যুবদল নেতা।
অভিযোগে মোঃ মোশারফ হোসেন বাহার উল্লেখ করেন, নাসির ফুডওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সাথে সম্প্রতি তারা বালি ভড়াটের জন্য ব্যবসায়ীক কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) পান। কার্যাদেশ পাওয়ার পর কোম্পানির শর্ত মাফিক বালি ভড়াটের কাজ শুরু করি। কয়েক শতাধিক গাড়ি বালি সরবরাহ করি। কিন্তু গত ১৯ জানুয়ারী দুুপুরে ভালুকা উপজেলা যুবদলের সধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী আমাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকার করলে একটি ট্রাক এনে কোম্পানির অফিসের প্রবেশের রাস্তায় ব্যারিকেট সৃষ্টি করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয় এবং প্রকাশ্যে মানুষের সামনে ঘোষণা দেন, যারা বালি ফেলার সাথে জড়িত তাদেকে খুন করে লাশ গুম করে দেওয়া হবে। আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এসব অভিযোগের বিষয়ে জানতে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলের মোবাইল নম্বরে মঙ্গলবার ও বুধবার একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।
তবে ময়মনসিংহ জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল খান রাজু বলেন, রাসেলের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাটের বিষয়ে এখনও কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়গুলো তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হুদা খান বলেন, বালু ব্যবসাকে কেন্দ্র করে চাঁদা দাবির ঘটনায় রকিবুল হাসান খান রাসেলের বিরুদ্ধে নাসির ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী সময়ে রাসেল তাকে হয়রানি করতে পারে এই মর্মে নাসির ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন। দুটি ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আশিক