ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্যান্ডেলে দুর্বৃত্তদের হামলা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২০:০৬, ২২ জানুয়ারি ২০২৫

কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্যান্ডেলে দুর্বৃত্তদের হামলা

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে প্যান্ডেল ভাংচুর করে ব্যানার নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ করেছেন খেলা আয়োজক কমিটির প্রধান উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান সুমন। 

বুধবার (২২ জানুয়ারি) রাতে এসব নিশ্চিত করে  মিজানুর রহমান সুমন জানান, মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা প্যান্ডেল ভাংচুর করে টানানো ব্যানারটি নিয়ে গেছে। বুধবার সকালে এ অবস্থা দেখতে পেয়ে, বিষয়টি জানানোর পর শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছে। 

তিনি আরো জানান, এর আগে শনিবার (১৮ জানুয়ারি) উপজেলা পরিষদ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছে। ৩১ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।

ওসি দিলীপ কান্ত নাথ জানান, অভিযোগ সাপেক্ষে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আশিক

×