তোফায়েল আহমেদ
জুলাই-আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনার বিষয়টি অনুধাবন করার মতো সক্ষমতা নেই আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদের। স্ট্রোকজনিত কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে এবং স্মৃতিভ্রংশে আক্রান্ত হওয়ার ফলে তিনি কারও কথাও সঠিকভাবে বুঝতে বা কাউকে চিনতে পারছেন না।
তোফায়েল আহমেদের জামাতা ও সাবেক সংসদ সদস্য তৌহিদুজ্জামান তুহিন জানিয়েছেন, শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় তিনি জাগতিক কোনো কিছু বুঝে উঠতে পারছেন না। তিনি বলেন, “স্ট্রোকের পর থেকে তার শারীরিক ও মানসিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে। চলমান পরিস্থিতি, এমনকি তার বিরুদ্ধে ভোলায় দায়ের হওয়া মামলার খবরও তিনি জানেন না। তার ব্যাংক হিসাব স্থগিত করা হলেও এসব সম্পর্কে তাকে অবহিত করার পরিস্থিতিও নেই।”
গণঅভ্যুত্থানের পর তোফায়েল আহমেদের বিরুদ্ধে ভোলা জেলায় মামলা দায়ের করা হয়। পাশাপাশি তার ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। তবে তার বর্তমান মানসিক ও শারীরিক অবস্থার কারণে এসব বিষয়ের কোনো প্রভাব তার উপর পড়ছে না।
সূত্র: https://www.youtube.com/watch?v=o6t9am48CDw
আশিক