ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নতুন খোলসে রাজনীতিতে আসতে পারে আওয়ামী লীগ : ফাহাম আবদুস সালাম

প্রকাশিত: ১৯:১৯, ২২ জানুয়ারি ২০২৫

নতুন খোলসে রাজনীতিতে আসতে পারে আওয়ামী লীগ : ফাহাম আবদুস সালাম

ছবি: সংগৃহীত

একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে সবচেয়ে বড় সমস্যা যেটা এরা অন্য নামে আসবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তারা নতুন নামে রাজনীতিতে আসতে পারে। সম্প্রতি এক টকশোতে এসব কথা বলেছেন লেখক ফাহাম আব্দুস সালাম। এসময় তিনি বলেন, তাদের যারা ভোট ব্যাংক তারা মনে করবে, আমরা যা অপকর্ম করেছি এটার শাস্তি হয়ে গেছে। আওয়ামী লীগ যে অপরাধ করেছে, এটা বছরের পর বছর মনে করিয়ে দিতে হবে। এর সাজা তাদের ২০ বছর, ৩০ বছর ধরে ভোগ করতে হবে। এখন তাদের ব্যান করে দিলে এটা তো শেষ হয়ে গেল। আসল সমস্যা যেটা, আওয়ামী লীগকে ব্যান করলে এদের সাপোর্টারদের সিগনাল দিলেই হবে যে তারা মুজিব দল তৈরি করবে, তারা ওই মুজিব দলকেই ভোট দিবে। আমি বিশ্বাস করি বাংলাদেশে কোন দলকে নিষিদ্ধ করতে হলে গণ ভোটে যাওয়া উচিত। কারণ এর মধ্যে ন্যায্যতা আছে। 

টকশোতে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে নির্বাচনের না আনার অনেক মেকানিজম আছে। যদি নির্বাচন বিধিমালায় এটি অন্তর্ভুক্ত করা যায়, যাদের বিরুদ্ধে মামলা ছিল জুলাই গণহত্যার জন্য, দুর্নীতির সাথে জড়িত, আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের সাথে জড়িত এদের বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ছাত্রদের উপর যে গণহত্যা চালিয়েছে তার পানিশমেন্ট তাদের পেতে হবে। বছরের পর বছর ধরে পেতে হবে। এই দলের যে বদনাম হয়েছে আমার মনে হয় না আওয়ামী লীগ আবার আওয়ামী লীগ আকারে ফিরে আসার সম্ভাবনা আছে।
 

JF

×