ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে, এরপর তার জন্য যেটি মঙ্গলজনক হবে সেটি গ্রহণ করা হবে। এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।
মঙ্গলবার লন্ডন ক্লিনিক এর সামনে এক ব্রিফিং এ তিনি এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, পর্যালোচনার শেষে মেডিকেল বোর্ড আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন এবং আগামী দুই দিন আরো দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়াকে দেখবেন।
দেশে খালেদা জিয়া সুচিকিৎসা না পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে খালেদা জিয়াকে একই ছাদের নিচে যেন সব ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব হয় সেটি দেখছেন তারা।
একই সাথে সাংবাদিকদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন।