ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আওয়ামী লীগ ফিরে আসলে ফাঁসিতে ঝুলতে হবে বিপ্লবীদের: রাশেদ

প্রকাশিত: ১১:৪৫, ২২ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগ ফিরে আসলে ফাঁসিতে ঝুলতে হবে বিপ্লবীদের: রাশেদ

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, "আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ ফিরে আসলে যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, তাদের ধরে ধরে ফাঁসিতে ঝোলাবে।"

আওয়ামী লীগের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে শক্ত অবস্থানে এবং একতাবদ্ধ থাকার আহ্বান করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় গণসংযোগের সময় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, "হাসিনা পালিয়ে গেছে তবে ফ্যাসিবাদ এখনো পালায়নি। সরকারের বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগার বসে রয়েছে। পুলিশ, বিজিবি, প্রশাসন-সরকারের সকল জায়গায় এখন পর্যন্ত আধিপত্য বিরাজ করছে।"

তিনি আরও বলেন, "হাসিনা পালিয়ে গেলেও তার প্রেত্মাতারা বাংলাদেশে রয়ে গেছে। যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে, ততক্ষণ সংগ্রাম বজায় রাখতে হবে।"

রাশেদ বলেন, "আমাদের একটি অধ্যায় শেষ হয়েছে-হাসিনার পতন। এখন আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে না পারি, আমরা যদি আওয়ামী লীগকে নির্মূল করতে না পারি, তাহলে আমাদের বিপদ কিন্তু সামনে আসতে পারে।"

তিনি আরও বলেন, "আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা দেশে গণহত্যা চালিয়েছে। তাদের নির্মূল করতেই হবে। বিভিন্নভাবে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছেন। তবে তাদের আগে বিচার হতে হবে। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।"

রাশেদ বলেন, "আওয়ামী লীগকে যদি পুরোপুরি নির্মূল না করা যায়, তাহলে বিপদ অনিবার্য।"

তিনি আরও দাবি করেন, "গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ কোথাও কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শুধু বিচারই নয়, আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে।"

সূত্র:https://www.youtube.com/watch?v=KVz_WpYprrY

আফরোজা

×