বাংলাদেশ জামায়াতে ইসলামের তরুণ নেতা শফিকুল ইসলাম মাসুদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মুফতি আমির হামজা। তিনি বলেন, "এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা, যখন কোনো ব্যক্তিকে ৫৭ দিন রিমান্ডে রাখা হয়েছে।" মুফতি আমির হামজার ভাষায়, শফিকুল ইসলাম মাসুদকে রিমান্ডে ভয়াবহ অত্যাচারের শিকার হতে হয়েছে।এত কঠিন রিমান্ডের পরেওতিনি ঈমানের শক্তি হারায়নি বলে উল্লেখ করেছেন মুফতি আমির হামজা।
শফিকুল ইসলাম মাসুদের ৫৭ দিন রিমান্ডের অভিজ্ঞতা ও জামিন পাওয়ার পরও জেলে আটক থাকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “জেল গেট থেকে নিয়ে ক্রসফায়ার দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং ১৫ বছর ধরে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে জীবন কাটাতে হয়েছে।”
শফিকুল ইসলাম মাসুদ আরও জানান, র্যাব তার গর্ভবতী স্ত্রীকে আটক করে নির্যাতন করায় তার সন্তানের জন্মের পর মৃত্যু হয়।
এদিকে, মুফতি আমির হামজাও নিজে ১০ দিন রিমান্ডে ছিলেন, যা তার বক্তব্যে উল্লেখ করা হয়।
সূত্র:https://www.youtube.com/watch?v=n5aWtV1sW8g