ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশে সংস্কারের ফিউচার খুব খারাপ: ফাহাম আবদুস সালাম

প্রকাশিত: ০৯:৫৮, ২২ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৯:৫৮, ২২ জানুয়ারি ২০২৫

বাংলাদেশে সংস্কারের ফিউচার খুব খারাপ: ফাহাম আবদুস সালাম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের দাবি,বিএনপির ছাত্রদের ভাষা বুঝতে পারছে না।

এর উত্তরে ফাহাম আব্দুস সালাম এক টকশোতে বলেন,  বিএনপি ছাত্রদের ভাষা বুঝতে পারছে না বিষয়টি এমন নয়। বিএনপি প্রকৃত অর্থে ক্ষমতায় যাবে,তারা নিজেকে সেই ভাবেই তৈরি করছে ।ছাত্র সমাজ বিএনপিকে নিয়ে কি ভাবছে সেগুলো নিয়ে বিএনপি একেবারেই  চিন্তিত না । 

 

তিনি বলেন,গণতান্ত্রিক উপায়ে একটি দল যখন ক্ষমতায় যেতে চাইবে সে দলটি দেখবে দেশের মানুষ কি চায়? একটি প্রবীণ রাজনৈতিক ও দল হিসেবে বিএনপি বেশি চিন্তিত এই দেশের মানুষের চাহিদা তাদের প্রয়োজনীয়তা নিয়ে।

একটি উন্নয়নশীল দেশ হিসেবে এ দেশের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত হচ্ছে এই দেশে একটি বড় সংখ্যক ও জনগোষ্ঠী বেকার। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির প্রধান চিন্তা হচ্ছে এই বিশাল জনগোষ্ঠীকে নিয়ে,দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে যারা কিনা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে খাপ খাওয়াতে পারছে না।

 

ফাহাম আব্দুস সালাম মনে করেন বিএনপি ঠিক রাস্তায় আছে এবং সঠিকভাবেই এগিয়ে যাচ্ছে।ছাত্র সমাজ বিএনপিকে নিয়ে কি ভাবছে সেগুলো নিয়ে বিএনপি চিন্তিত না । 

 

তিনি মনে করেন ,বাংলাদেশ এই মুহূর্তে চরম বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। সংস্কার কমিটির প্রস্তাবনা নিয়ে ফাহাম আবু সালাম বলেন এই মুহূর্তে যদি রাষ্ট্রীয় কার্যক্রমকে দুটো ক্যাটাগরিতে ভাগ করতে চাই তাহলে একটি হচ্ছে খরচের খাত এবং একটি হচ্ছে উপার্জনের খাত। এই যে সংবিধান সংস্কার কমিটির প্রস্তাবিত সংস্কার গুলো দেওয়া হয়েছে সেগুলো সব খরচের খাতের অন্তর্ভুক্ত। উপার্জনের খাত শূন্য।

ফাহাম আব্দুস সালাম মনে করেন আওয়ামী লীগ সরকার যে পরিমাণ ধ্বংসযজ্ঞ বাংলাদেশে চালিয়ে গিয়েছে এর বিপরীতে খুব দ্রুততম সময়ের মধ্যে সম্পদ তৈরি এবং চাকরির বাজার তৈরি করাটা খুবই জরুরী। তিনি মনে করেন, এই কাজটি যদি না করা যায় তাহলে যে সংস্কার গুলোর কথা বলা হচ্ছে সেই সংস্কার গুলো হবে খুবই অপ্রয়োজনীয়। 

তিনি আরো যুক্ত করেন, বাংলাদেশে যদি এই মুহূর্তে মিনিমাম দুই বছরের মধ্যে সম্পদ তৈরি করা না যায় এবং পর্যাপ্ত চাকুরী বাজার তৈরি করতে না পারে তাহলে বাংলাদেশ চরম বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। এই কাজটি খুব দ্রুততম সময়ের মধ্যে করতে না পারলে জুলাই আন্দোলনটি পুরোপুরি  ব্যর্থ হিসেবে গণ্য হবে এবং বাংলাদেশ বর্তমানে এই বাস্তবতারই মুখোমুখি হতে যাচ্ছে।

সূত্র: https://www.youtube.com/watch?v=Msij3U9o_fA

আফরোজা

×