চাকুরীর বাজারে সহজলভ্যতা তৈরি করতে না পারলে পুলিশ প্রয়োগ করেও চাঁদাবাজি বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মেয়ের জামাই ফাহাম আব্দুস সালাম ।
বিএনপির নাম ধরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে এবং বিএনপি কে ব্যবহার করে চাঁদাবাজি করা যায়,এই ধারণা পরিবর্তন করা যায় নি কেনো এর উত্তরে আব্দুল সালাম বলেন এটা কখনো পরিবর্তন করা যাবে না। তিনি মনে করেন দেশের বেকারত্বের জন্যই চাঁদাবাজি হচ্ছে এবং হবে ।
তিনি বলেন,সত্যিই চাঁদাবাজি হচ্ছে এবং বলেন চাকুরীর বাজারের অপর্যাপ্ত তাই তরুণ সমাজকে বা বেকারদের কেচাঁদাবাজির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে । তিনি বলেন এর জন্য তরুণ সমাজ দায়ী নয় ,দেশের পরিস্থিতি তাদেরকে বাধ্য করছে।
ফাহাম আব্দুস সালাম মনে করেন আওয়ামী লীগ সরকার যে পরিমাণ ধ্বংসযজ্ঞ বাংলাদেশে চালিয়ে গিয়েছে এর বিপরীতে খুব দ্রুততম সময়ের মধ্যে সম্পদ তৈরি এবং চাকরির বাজার তৈরি করাটা খুবই জরুরী। তিনি মনে করেন, এই কাজটি যদি না করা যায় তাহলে যে সংস্কার গুলোর কথা বলা হচ্ছে সেই সংস্কার গুলো হবে খুবই অপ্রয়োজনীয়।
তিনি আরো যুক্ত করেন, বাংলাদেশে যদি এই মুহূর্তে মিনিমাম দুই বছরের মধ্যে সম্পদ তৈরি করা না যায় এবং পর্যাপ্ত চাকুরী বাজার তৈরি করতে না পারে তাহলে বাংলাদেশ চরম বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। এই কাজটি খুব দ্রুততম সময়ের মধ্যে করতে না পারলে জুলাই আন্দোলনটি পুরোপুরি ব্যর্থ হিসেবে গণ্য হবে এবং বাংলাদেশ বর্তমানে এই বাস্তবতারই মুখোমুখি হতে যাচ্ছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=Msij3U9o_fA
আফরোজা