নিলোফার চৌধুরী মনি
সম্প্রতি একটি টকশোতে সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি সরকারের কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, অন্তবর্তীকালীন সরকার অভিজ্ঞ ও দক্ষ রাষ্ট্র পরিচালকদের উপেক্ষা করে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে।
তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার কোন উন্নয়ন করতে পারছে না, আবার কারও থেকে সাহায্য কিংবা পরামর্শও নিচ্ছে না। বিএনপি কিংবা অন্য কোন দলকে তারা তোয়াক্কা করেনা, ডাকেও না।অথচ তারা সংস্কারের নামে যা করছে এটা কিন্তু পরবর্তী সরকারের দ্বারাই বৈধতা আনতে হবে।
নিলোফার চৌধুরী বলেন, "সরকার আসলে নিজেকে মহাজ্ঞানী মনে করছে। কিন্তু তারা দেশবাসীর জন্য কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছে না। তারা সংস্কারের নাম করে শুধু সময় নষ্ট করছে।"
আশিক