ছবি সংগৃহীত
সম্প্রতি এক টকশোতে আলোচনার সময় বিশিষ্ট অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী বলেন, বাংলাদেশের বিদ্যমান পুরোনো সিস্টেম দিয়ে দেশকে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি। একইসঙ্গে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেও এ সিস্টেম ব্যর্থ। এই সীমাবদ্ধতাগুলোই নতুন বন্দোবস্তের প্রয়োজনীয়তা ও সংস্কারের গুরুত্ব সামনে এসেছে।
তিনি আরও বলেন, "সংস্কারকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। আগামী দিনে নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে কোন সংস্কার কার্যকর হবে এবং কোনটি নয়। তবে এ বিষয়ে জনগণের মতামতকেও গুরুত্ব দিতে হবে।"
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি উল্লেখ করেন, "মানুষের কাছে এখনো পরিষ্কার নয় যে, পরবর্তী সরকার আসতে হলে একটি গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য। অথচ সেই নির্বাচন নিয়েই চলছে গোল্লাছুট খেলা।"
আশিক