ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

দুই সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০০:১৯, ২২ জানুয়ারি ২০২৫

দুই সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার

ছবিঃ সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া সব মামলা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে।

আজ মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

দেশের ২৫ জেলায় চিহ্নিত আড়াই হাজার গায়েবি বা রাজনৈতিক হয়রানিমূলক মামলা ৭ দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি।

সাইবার নিরাপত্তা আইন সংস্কারের কাজ শুরু করেছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। আইনকে আরও আধুনিক ও সবার জন্য গ্রহণযোগ্য করতে সংশোধন আনার পরিকল্পনা করা হয়েছে।

উচ্চ আদালতে বিচারক নিয়োগ এখন থেকে রাজনৈতিক নয়, দক্ষতা ও নিরপেক্ষতার ভিত্তিতে হবে। এজন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে।

 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=8pwt5vgRHO4&ab_channel=DeshTVNews

 

জাফরান

×