ছবিঃ সংগৃহীত
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া সব মামলা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে।
আজ মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
দেশের ২৫ জেলায় চিহ্নিত আড়াই হাজার গায়েবি বা রাজনৈতিক হয়রানিমূলক মামলা ৭ দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি।
সাইবার নিরাপত্তা আইন সংস্কারের কাজ শুরু করেছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। আইনকে আরও আধুনিক ও সবার জন্য গ্রহণযোগ্য করতে সংশোধন আনার পরিকল্পনা করা হয়েছে।
উচ্চ আদালতে বিচারক নিয়োগ এখন থেকে রাজনৈতিক নয়, দক্ষতা ও নিরপেক্ষতার ভিত্তিতে হবে। এজন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে।
সূত্রঃ https://www.youtube.com/watch?v=8pwt5vgRHO4&ab_channel=DeshTVNews
জাফরান