ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

তারেক রহমানকে দেশে আনা এখন জনদাবি

প্রকাশিত: ২৩:৩৮, ২১ জানুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৪৭, ২১ জানুয়ারি ২০২৫

তারেক রহমানকে দেশে আনা এখন জনদাবি

ছবি : সংগৃহীত

তারেক রহমানকে দেশে আনা এখন জনদাবি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, বিএনপি কিন্তু একটা মৌলবাদী দল নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি বলা হয়। তার মানে একটা মডারেট এই যুগের সংগঠন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

এটা গণদাবিতে পরিণত হয়েছে, জনদাবিতে পরিণত হয়েছে যে, আমরা তারেক রহমানকে চাই। আপনি দেখেন বাংলাদেশে পাঁচটা লিডারশিপ, যিনি স্টেটসম্যান হবেন, যিনি রাষ্ট্রনায়ক হবেন, যিনি রাষ্ট্রপতি হবেন, যিনি প্রধানমন্ত্রী হবেন, দেখেন তারেক রহমানের বাইরে একটা নেতা আছে। জামাতে ইসলামীতে যান, অন্যান্য রাজনৈতিক দলে আসেন, বিএনপিতে তারেক রহমানের বিকল্প, স্টেট পানিশ হবে, এই দেশে ভর করবে, ভরসা করবে, ডিপেন্ড করবে, তারেক রহমানের বিকল্প বাংলাদেশে এখন সৃষ্টি হয় নাই।

দিস ইজ তারেক রহমান, ডুপ্লিকেট জিয়াউর রহমান। জিয়াউর রহমান যে কাজগুলো করেছেন, তারেক রহমান-এটা ঐশ্বরিক, আল্লাহর হুকুম। আমরা প্রকান্তরে দেখছি, যেই পথে জিয়াউর রহমান হেঁটেছেন, তারেক রহমান সেই পথে হাঁটছেন। এটা আমাদের গৌরব, এটা আমাদের গর্ব। এটা শুধু বিএনপির গৌরব নয়, এটা বাংলাদেশের গৌরব। বাংলাদেশের গর্ব তারেক রহমান।

তিনি আরো বলেন, বিএনপি কিন্তু একটা মৌলবাদী দল নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি বলা হয়। তার মানে একটা মডারেট এই যুগের সংগঠন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনি একটা ওয়াজ মাহফিল বলেন, আমরা কিন্তু ওয়াজ মাহফিলে যাই এবং দেশের সাধারণ মানুষের বুঝার জন্য, জানার জন্য যে কথাগুলো বলা দরকার আমরা কিন্তু সেই কথাগুলোও বলি।

আবার একটা সাংগঠনিক কাজ বলেন, জনসভা বলেন, সমাবেশ বলেন, মানববন্ধন বলেন, সাংগঠনিক প্রতিনিধিসভা বলেন, কর্মীসভা বলেন, সেখানে কিন্তু আমরা সার্বক্ষণিকভাবে এই বাংলাদেশের প্রয়োজনে, যে রাজনীতিটা বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে যে কথাগুলো বলা দরকার, আমরা সেইগুলো কিন্তু খুব সাধারণভাবে, সাধারণ মানুষের কাছে নিয়ে যাই, সাধারণভাবে সাধারণ কর্মীদের কাছে নিয়ে যাই, এটা হলো মানুষের সঙ্গে আমাদের যে ইন্টারেকশন।

এটা বৃদ্ধি করার জন্য সাধারণ মানুষ সাধারণ কথা শুনতে চায়। সহজ ভাষায় আমার বক্তব্য শুনতে চায়। তারা কিন্তু খুব ক্রিটিক্যাল চিন্তা এদেশের মানুষ করে না। তাহলে আমার রাজনীতিবিদ, আমার নেতৃত্ব, আমরা যারা রাজনীতিক ভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশি, এখানে নতুনভাবে আমাদেরকে একটা চিন্তা করতে হবে।

মো. মহিউদ্দিন

×