ছবি: সংগৃহীত
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, ফ্যাসিস্ট শাসনের পতনে কারও একক কৃতিত্ব নেই। গত ১৭ বছরে দমন-পীড়ন ও বৈষম্য বিরোধী আন্দোলনে অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগে বাংলাদেশের জনগণ মুক্তির স্বাদ পেয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, তাদের মধ্যে অন্তত ৫০০ জন বিএনপি নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। গত ১৭ বছরে শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের দলের প্রায় ১,১০০ নেতাকর্মী শহীদ হয়েছেন এবং কয়েক হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। এ ছাড়া, প্রায় ১৫ লাখ মামলা দিয়ে বিএনপির অন্তত ৬০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।”
বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মদানকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, “এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা একসঙ্গে লড়াই করেছি এবং জনগণের অবিশ্বাস ঘুচিয়েছি। কিন্তু এটিকে কারও একক কৃতিত্ব হিসেবে দেখা ঠিক হবে না।”
ব্যারিস্টার অসীম দাবি করেন, ফ্যাসিস্ট শাসন জনগণের বিপুল সম্পদ লুট করেছে। তিনি বলেন, “শেখ হাসিনা সরকারের অধীনে ব্যাংক লুট, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ের নামে দুর্নীতি করে দেশ থেকে প্রায় ২৮ হাজার কোটি ডলার পাচার করা হয়েছে। প্রবাসী শ্রমিকদের পাঠানো ডলারও নিরাপদ থাকেনি।”
তিনি আরও বলেন, “যারা ১৭ বছরের বালুর ট্রাক সরাতে পারেনি বলে অভিযোগ করে, তাদের জানা উচিত—এই শাসন থেকে মুক্তি আনাই সবচেয়ে বড় অর্জন। জনগণের ঐক্য এবং নেতৃত্বের দৃঢ়তাই এ দুঃশাসনের অবসান ঘটিয়েছে।”
ভিডিও দেখুন: https://youtu.be/Evy_6cGHUgI?si=qDbMyYhsVaYZmAr2
এম.কে.