বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সিনথিয়া জাহিন আয়েশা জনকণ্ঠকে জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় অপ্রত্যাশিত ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন হবে। কারো ইন্ধনে ঘটনা হয়েছে কিনা গভীরভাবে দেখা হচ্ছে।
আজ সন্ধ্যায় এক মন্তব্য তিনি একথা জানান।
সিনথিয়া বলেন,কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয় এসে ঝামেলা বাঁধিয়েছে সেটি খোজা হবে। আপাতদৃষ্টিতে সেটি স্থানীয় ইস্যু বলে মনে হচ্ছে বা অন্য কারো ইন্ধনে হয়েছে কিনা সেটিও দেখা হবে। এখন ছাত্রদের নিয়ে অনেক ষড়যন্ত্রই হচ্ছে। কেউ কোন উদ্দেশ্য নিয়ে ঝামেলা বাধিয়েছে কিনা সেটিও ধারণা হচ্ছে। যদি কারো ইন্দনে এমন ঘটনা হয়ে থাকে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বিকেলে দলীয় কার্যালয় মারামারির ঘটনায় সাতজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রহিম/ফুয়াদ