ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নিরাপদ মানবিক দেশ গড়তে যুদ্ধ চলবে: জামায়াত আমির

প্রকাশিত: ১৮:৩০, ২১ জানুয়ারি ২০২৫

নিরাপদ মানবিক দেশ গড়তে যুদ্ধ চলবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুদ্ধ অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বরিশাল নগরীর হেমায়েত উদ্দীন ঈদগাহ ময়দানে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন, সুষ্ঠু নির্বাচন হবে কিনা বা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। আমাদের কথা স্পষ্ট, তারা আগে গণহত্যার বিচারের সম্মুখীন হয়ে আদালতে প্রমাণ করুক, তারপর নির্বাচনে ফিরুক।

তিনি আরও বলেন, রাজনীতির অর্থ যদি গণহত্যা হয়, তবে তার বিচার করবে দেশের জনগণ। এ দেশে আর কোনো চাঁদাবাজ বা ফ্যাসিবাদী শক্তি ফিরতে পারবে না।

সম্মেলনে মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন।

এর আগে, জামায়াত আমির সদর উপজেলার চরমোনাই দরবার পরিদর্শন করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও চরমোনাই পীরের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে দুই নেতা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার ও পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন।

রিফাত

×