ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

দীর্ঘ মনোমালিন্য ঘুচিয়ে হাত মেলালেন জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন

প্রকাশিত: ১৬:০১, ২১ জানুয়ারি ২০২৫

দীর্ঘ মনোমালিন্য ঘুচিয়ে হাত মেলালেন জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীরসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ বরিশালে সমাবেশের উদ্দেশ্যে আসার পর চরমোনাই পৌঁছেছেন ইসলামী আন্দোলনের নেতাদের সাথে সাক্ষাৎ করতে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, "বাংলাদেশ আজ ৫৪ বছরে পদার্পণ করেছে। ৫৩ বছরের স্বাধীনতার মধ্যে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের মাধ্যমে জনগণের যে আশা-আকাঙ্ক্ষা ছিল তা পূর্ণ হয়নি। আমাদের কাজ আল্লাহর নির্দেশে দেশের কল্যাণে কাজ করা। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এবং দেশের উন্নতির জন্য আমরা সবাই একসাথে দোয়া করি।"

এসময় জামায়াতের আমীর, ডা. শফিকুর রহমান বলেন, "আমি আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, আমরা শুধুমাত্র আল্লাহর জন্যই একত্রিত হয়ে কাজ করছি এবং ভবিষ্যতেও তা করে যাব। আমাদের দেশে ১৮ কোটি মানুষের মধ্যে ৯০% মানুষ নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দেয়। তবে, বাকি ১০% বা তার কমবেশি যারা আছেন, তারাও এই দেশের মানুষ।"

জামায়াতের আমীর আরও বলেন, "৫৪ বছরেও বাংলাদেশের মানুষ তাদের সঠিক মর্যাদা পায়নি। এর প্রধান দুটি কারণ হলো, এক হচ্ছে দুর্নীতি এবং দুই হচ্ছে দুঃশাসন। যেখানে আল্লাহর বিধান থাকবে না, সেখানে দুর্নীতি ও দুঃশাসন থাকবে।"

তিনি বলেন, "দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তির একমাত্র পথ হলো আল্লাহর রাস্তায় চলা। যারা আল্লাহ ভয়ী, তাদের শাসনে দেশের উন্নতি হবে, কারণ আমরা আল্লাহ তায়ালার বিধান মেনে চলতে বাধ্য। আল্লাহর বিধান না মানলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।"

ডা. শফিকুর রহমান আরও বলেন, "আমরা সারা দেশবাসীর সহযোগিতা চাই। যদি কেউ প্রশ্ন করেন, অমুসলিমরদের কী হবে, তবে আমি বলব, মদিনায় যেভাবে বিধান ছিল, সেভাবে বাংলাদেশেও বিধান হবে। সব ধর্মের মানুষ তাদের নিরাপত্তা ও অধিকার ফিরে পাবে। এখানে মুসলিম-অমুসলিমের প্রশ্ন নয়, প্রশ্ন হলো রাষ্ট্রের সাথে যদি কেউ বেইমানি বা গাদ্দারি করে, তাহলে ইসলামে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে।"

সূত্র: https://www.youtube.com/watch?v=cKXQJRdZOxU

নুসরাত

×