ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

শহীদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে: সাইফুল হক

ইসরাত

প্রকাশিত: ১৪:০৩, ২১ জানুয়ারি ২০২৫

শহীদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে: সাইফুল হক

ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

এখন পর্যন্ত যে স্বপ্ন নিয়ে যত গণঅভ্যুত্থান হয়েছে তা পূরন হয় নি। শহীদের রক্তের সাথে সবাই বেঈমানি করেছে বলে মন্তব্য করেছে ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শহীদ আসাদ দিবস উপলক্ষে শাহবাগে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, পাঁচ মাস পার হলেও বৈষম্য নিরসনে সরকার কোন কমিটি গঠন করে নি। 

এসময় অন্যান্য বক্তারা বলেন, যারা সরকারে আছেন তারা জনগণের হয়ে কথা বলতে পারছেন না। সংস্কার কমিশন ভালো পরামর্শ দিলে তা বাস্তবায়ন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। নতুন করে দখলদারিত্বের প্রতিযোগিতা দেখা যাচ্ছে যা গণঅভ্যুত্থানের আদর্শের সাথে বেঈমানি।

ইসরাত

×