ছবি : সংগৃহীত
একটি টকশোতে ছাত্রদলের নেতা নাসিরকে প্রশ্ন করা হয়, "অনেকেই বলছেন, চাঁদাবাজির হাত বদল হয়েছে। মির্জা ফখরুল সাহেব নিজেই বলেছেন, সারাদেশে দুর্নীতি এবং চাঁদাবাজি চলছে। আপনি কি বলতে চান, এই চাঁদাবাজি করছে কারা?"
এ প্রশ্নের জবাবে ছাত্রদলের নেতা বলেন, "৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা একটি ইতিবাচক রাজনীতির সূচনা করেছি, বিশেষ করে ছাত্রদল। ছাত্রদল একটি বড় সংগঠন, এবং এখানে কিছু নেতাকর্মী ভুলভ্রান্তি করেছে। তবে, আমাদের দেশে কিছু গণমাধ্যমের একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো। আমরা এসব অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে শক্ত অবস্থান নিয়েছি। আপনাদের জানিয়ে দিই, ইতোমধ্যে ৩০০ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।"
তিনি আরও বলেন, "ব্যবস্থা নেওয়ার পরেও ছাত্রদল নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে গণমাধ্যম সঠিক তথ্য উপস্থাপন করতে পারছে না। আমি বলছি না সবাই ভুল তথ্য দেয়, তবে কিছু গণমাধ্যম প্রতিযোগিতার কারণে নেতিবাচক খবর বেশি প্রচার করছে। অথচ, আমরা যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি, তা গণমাধ্যমে কম প্রকাশ পাচ্ছে।"
এ সময় উপস্থাপক ছাত্র শিবির নেতাকে চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "দেশের জনগণ বর্তমানে অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে মূল্যস্মৃতি বৃদ্ধির কারণে। কিন্তু তারা দেখছে, এই পরিস্থিতির মধ্যেও এক শ্রেণির মানুষ চাঁদাবাজি করছে। জনগণ তো এটা ভালোভাবে নিতে পারবে না।"
এমন পরিস্থিতিতে ছাত্র শিবির নেতা আরও বলেন, "যদি প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয়, তাহলে মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল তাদের। তবে আমি মনে করি, কোনো মিডিয়া ইচ্ছাকৃতভাবে এসব খবর প্রচার করছে না।"
তিনি আরও মন্তব্য করেন, "যেহেতু বেশিরভাগ মিডিয়া চাঁদাবাজির বিষয়ে ক্রমাগত সংবাদ প্রকাশ করছে, তাই এটা বলাই যায় যে, কিছুটা হলেও সত্যতা রয়েছে।"
নুসরাত