ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

সরকারকে নির্বাচন সংক্রান্ত প্রস্তাবনা, যা যা আছে...

প্রকাশিত: ১২:৪১, ২১ জানুয়ারি ২০২৫

সরকারকে নির্বাচন সংক্রান্ত প্রস্তাবনা, যা যা আছে...

ছবিঃ সংগৃহীত।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে কথা বলেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বডিউল আলম মজুমদার।
 
সেখানে তিনি বলেছেন, বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, আমাদের সুন্দর ভবনটিতে দুর্নীতির মত কাজ করেছে সেটা কখনোই কাম্য নয়। আমরা সরকারকে কিছু প্রস্তাবনা দিয়েছি দেখি সরকার সেটা গ্রহণ করে কিনা। 

তিনি আরও বলেন, যারা অন্যায়ের সাথে জড়িত তারা যাতে রাজনৈতিক দলে কোনভাবেই অংশগ্রহণ করতে না পারে এবং প্রতিবছর একটা হালনাগাদ তৈরি করে। রাজনৈতিক দলগুলোতে যেন নির্বাচন হয় সুষ্ঠুভাবে।'

এছাড়াও নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, 'রাজনৈতিক দলগুলো যেন দায়বদ্ধ হয় তাদের রাজনৈতিক সদস্যদের কাছে। রাজনৈতিক দলগুলো যেন আর্থিকভাবে স্বচ্ছল হয়। গনতন্ত্রের স্বচ্ছতা থাকবে এতে করে।' 
 
সবশেষ তিনি বলেন, প্রার্থী চূড়ান্তের ক্ষেত্রে এবং নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে আমরা তাদেরকে জানিয়েছি।

সূত্রঃ https://www.youtube.com/live/Ux38QQBRn6Q

শিলা ইসলাম

×