ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ছাত্র জনতার গনঅভ্যুত্থান 

তারেক রহমানের নির্দেশে আহত ছাত্র ও শ্রমজীবিদের চিকিৎসা

প্রকাশিত: ১২:২০, ২১ জানুয়ারি ২০২৫

তারেক রহমানের নির্দেশে আহত ছাত্র ও শ্রমজীবিদের চিকিৎসা

চব্বিশের ছাত্র-জনতার গন অভ্যুত্থানে মারাত্মক আহত মো: আনোয়ারুল আজিম ও সুমন হাওলাদারের চিকিৎসা সেবা প্রদান করা হয়। আজ সোমবার (জানুয়ারি ২০), বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চিকিৎসা সেবা দেয় "ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)' এর সিনিয়র ডাক্তার ও বিশিষ্ট অর্থপেডিক সার্জন শাহ মুহাম্মদ আমান উল্লাহ। 

এসময় উপস্থিত ছিলেন‘আমরা বিএনপি পরিবার’এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মহান প্রমুখ।

আহত আনোয়ারুল আজিম ৪ আগস্ট রামপুরা ও গাড়ির ড্রাইভার সুমন হাওলাদার ১৯ জুলাই রামপুরায় ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃংখলা বাহিনীর গুলিতে আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে বিশেষ চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনে আরো উন্নত চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের আহতদের আশ্বস্ত করা হয়।

রাসেল

সম্পর্কিত বিষয়:

×