ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

পোশাক বদলালে মানসিকতা বদলাবে কি? 

পুলিশ পেশাগত দায়িত্বে নেই: সাইফুল হক

প্রকাশিত: ১১:১৯, ২১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১১:২০, ২১ জানুয়ারি ২০২৫

পুলিশ পেশাগত দায়িত্বে নেই: সাইফুল হক

ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে আবদুল আল মতিন এর উপস্থাপনায় সাক্ষাৎকারে আসেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 

পুলিশের পোষাক বদল নিয়ে একটি আয়োজনে উপস্থাপক প্রশ্ন করেন, ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর সরকার তো দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু গোটা পুলিশ বাহিনী কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো দেশে রয়ে গেছে তাই অনেকেরই একটা ধারণা এসেছিল মানুষের মধ্যে পুলিশ বাহিনী নিয়ে যে ভীতি কাজ করছিল তা হয়তো তাদের পোষাক বদলের মাধ্যমে কিছুটা হলেও কমানো যাবে। তাহলে এখন প্রশ্ন পোশাক বদলালে মানসিকতা বদলাবে কি? 

এমন প্রশ্ন করলে সাইফুল হক তার জবাবে বলেন, 'দেখেন আমরা সবাই জানি সরকার দলীয় কারণে কিংবা রাজনৈতিক কারণে যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছে সেই দিক থেকে এবং সবার দাবি মিলিয়ে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে। এখন এখানে প্রশ্ন হল তাদের পকেট থাকবে কিনা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি পকেটের কথা উল্লেখ করলাম।'

তিনি র‍্যাব প্রসঙ্গে বলেন, 'আমাদের আরো একটি দাবি ছিল র‍্যাব বিলুপ্তির। তা সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।' 

এ বিষয়ে তিনি আরো বলেন, 'আমরা সবাই জানি পুলিশ যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে মানুষের উপর, দলীয় কারণে কিংবা সরকার তাদেরকে যেভাবে ব্যবহার করেছে তার কারণে। সেই ভয় মানুষের এখনো কেটে ওঠেনি যা আমরা দেখেছি কিছুদিন আগেই আদিবাসী উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে।'
 
পুলিশের পোষাক বোতল নিয়ে তিনি বলেন, 'আসলে রাজনৈতিক দলগুলো থেকে রাজনৈতিক নেতারা যেভাবে আটক হয়েছেন গত সাড়ে পাঁচ মাসে সেই দিক থেকে আমরা দেখব বাহিনীর সেরকম কেউ এখনও আটক হয়নি বা এখনও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।'

এরপর তিনি বলেন, 'প্রত্যক্ষ ভাবে যারা জড়িত তাদের এখনো আইনের আওতায় আনা হয়নি। পুলিশ এখনো তার পেশাগত দায়িত্বের মধ্যে নেই। তারা এখন একটা মহাযজ্ঞের মধ্যে আছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে পুলিশ সংস্কার কমিশনের মাধ্যমে পুনর্গঠন করা সম্ভব  করা হবে।'
 
তিনি বলেন, 'আমি আশা করি পুরনো উত্তরাধিকার কে ঝেড়ে ফেলে আমরা নতুন একটা যাত্রার পথে এগোতে পারবো।' 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=zxki5Hg6uPM

শিলা ইসলাম

×