ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

দল পুনর্গঠন করতে না পারলে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২১:৫২, ২০ জানুয়ারি ২০২৫

দল পুনর্গঠন করতে না পারলে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল পুনর্গঠন ছাড়া দেশ মেরামত সম্ভব নয়। সোমবার (২০ জানুয়ারি) গুলশানে দলের সদস্যপদ নবায়ন কর্মসূচিতে তিনি এই কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে, লণ্ডভণ্ড করে গেছে। রাজনৈতিক দলগুলো গুম-খুনের শিকার হয়েছে। যারা ত্যাগ-তিতিক্ষা পার করেছে তাদের নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো। নবায়নের সিদ্ধান্ত আনন্দের বিষয়। দল পুনর্গঠন করতে না পারলে দেশ পুনর্গঠন সম্ভব নয়।

তারেক রহমান জানান, ৪১ লাখ সদস্যপদ নবায়নের লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করছে। তিনি মেধাবী ও সৎ লোকদের যুক্ত করার ওপর জোর দেন।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সুত্রঃ https://www.youtube.com/watch?v=yYsor8_ML9A&ab_channel=JamunaTV

জাফরান

×