ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

এবার পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ?

প্রকাশিত: ২০:৪৮, ২০ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:৪৯, ২০ জানুয়ারি ২০২৫

এবার পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ?

ছবি: সংগৃহীত

বহু বছর ধরে টানাপোড়ান চলা পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতি ঘটছে বাংলাদেশের। পাকিস্তান বাংলাদেশের রাষ্ট্রীয় শীর্ষ দুই নেতার সাক্ষাতের পর সম্প্রতি পাকিস্তান সফর করেন বাংলাদেশের সামরিক বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফট্যানেন্ট জেনারেল এসএম কামরুল হাসান।

আর এসব ঘটনায় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ককে ঘিরে নতুন সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্ব গণমাধ্যমগুলোতেও। কূটনীতি, অর্থনীতির পর এবার পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরালো করতে দেশটির জেএফ ১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে বাংলাদেশ আগ্রহ দেখিয়েছে এমনটাই জানাচ্ছে ইসলামাবাদের গণমাধ্যমগুলো।

বাংলাদেশের সাথে পাকিস্তানের এমন সম্পর্ককে ঘিরে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা। গণমাধ্যমটি বলছে শেখ হাসিনা সরকারের ১৬ বছরে পাকিস্তানের সাথে সম্পর্কের শুধু অবনতিই ঘটেছে।

সম্ভাবনা থাকলেও দেশটির সাথে কূটনৈতিক যোগাযোগও ছিল স্বল্প। তকে আগস্টে হাসিনা ও আ. লীগ সরকারের পতন দেশ দুটির আলোচনার দ্বার খুলে দেয়।

সেপ্টেম্বরে সাইডলাইনে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দুই মাসের ব্যবধানে ডিসেম্বরে ডি-৮ সম্মেলনে আবারও আলোচনা হয় এই দুই নেতার। আগামী মাসেই প্রায় এক যুগে প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক। 

শুধু কূটনৈতিক নয় পাকিস্তানের ইপর থাকা বিধিনিষেধ তুলে নেয়ার পর বাণিজ্যের সম্ভাবনাও খুলে গেছে দুই দেশের। চট্টগ্রাম বন্দরে সরাসরি পাকিস্তানি দুই জাহাজ এসেছে ইসলামাবাদের পণ্য নিয়ে। আর এমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় ভূরাজনীতিতে ওলটপালটের আভাস দিচ্ছেন বিশ্লেষকরা।

ভারতের সাথে চলমান টানাপোড়নের সময়ে বাংলাদেশের সামরিক বাহিনীর কর্মকর্তার পাকিস্তান সফর সাড়া ফেলেছে আন্তর্জাতিক ও ভারতীয় মহলে। পাকিস্তানে বাংলাদেশের সেনা কর্মকর্তার সাথে বৈঠক হয় সেনাপ্রধান জেনারেল অসীম মনিরের।

আলোচনা হয় পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সাথেও। ভারতের জন্য উদ্বেগের হলেও বাংলাদেশের সাথে এমন বৈঠককে ভ্রাতৃসম বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান।

শিহাব

×