ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

ওয়াজ করে রাজনীতি করা যাবে না,রাজনীতি দুনিয়াদারীর ব্যাপার:ফজলুর রহমান

প্রকাশিত: ১১:৩৬, ২০ জানুয়ারি ২০২৫

ওয়াজ করে রাজনীতি করা যাবে না,রাজনীতি দুনিয়াদারীর ব্যাপার:ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান  বলেন, পৃথিবীর কোথাও ইসলামিক শাসন নেই ।সৌদি আরব,লিবিয়া ,মিশর কোথাও ইসলামিক শাসন কায়েম নেই। কিন্তু ছাত্রশিবিরের  বলছে তারা বাংলাদেশ ইসলামিক শাসন চালু করবে । ছাত্রশিবিরের এই মধ্যযুগীয় রাজনীতি এদেশে টিকবে না বলে উল্লেখ করেন ফজলুর রহমান ।

তিনি আরো বলেন, যে দেশের জনগোষ্ঠী শতভাগ মুসলিম সে দেশেও তো ইসলামিক শাসনব্যবস্থা চালু নেই। ইসলামিক শাসনের কথা বলে ধর্মব্যবসা করছে ছাত্র শিবির। তিনি যুক্ত করেন, রাজনীতি হচ্ছে দুনিয়াদারীর ব্যাপার। এখানে ওয়াজ করে রাজনীতি করা যাবে না। রাজনীতি করতে হলে যোগ্যতা প্রয়োজন। মানুষ খেতে পায় না, পেটে ভাত নেই কাপড় নেই,এ অবস্থায় শুধুমাত্র ওয়াজ করলেই পেটের ভাত কাপড় আসবে না।

ফজলুর রহমান বলেছেন, একটি দেশে বিপ্লব ঘটাতে হলে মোট জনগণের তিন থেকে সাড়ে তিন শতাংশ সমর্থন প্রয়োজন। তাঁর মতে, ৬০ লক্ষ মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছে, যার মধ্যে ৯০ শতাংশই বিএনপি সমর্থক, যারা দীর্ঘ ১৪-১৫ বছর ধরে অত্যাচারিত, জীবন-যৌবন হারিয়ে জেলে নির্যাতিত হয়েছেন। এদেরই কর্মীরা শেখ হাসিনাকে উচ্ছেদ করেছেন।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল না, বরং এটি ছিল ছাত্র-জনতার বৃহত্তর আন্দোলন। তাই যদি ক্রেডিট কেউ পেয়ে থাকে, সেটা ছাত্র ও জনতার। তবে, এই আন্দোলনে বিএনপির ভূমিকা সবচেয়ে বেশি ছিল বলে তিনি মনে করেন। ফজলুর রহমান মন্তব্য করেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে এবং বিএনপিকে বঞ্চিত করে নিজেরাই সব কিছু ভোগ করতে চাচ্ছে।

তিনি বলেন,যদি মুক্তিযুদ্ধ বাদ দিতে হয় তাহলে জিয়াউর রহমানকেও বাদ দিতে হবে।মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা করার জন্য প্রয়োজন তিনি গলায় ফাঁস দেবেন।জিয়াউর রহমানের আদর্শ হল মুক্তিযুদ্ধে আদর্শ এবং বিএনপি এই আদর্শ নিয়ে টিকে আছে। 

আফরোজা

×