ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ব্যবসায়ী: আশরাফ কায়সার

অনলাইন রিপোর্টার:

প্রকাশিত: ১০:২১, ২০ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ব্যবসায়ী: আশরাফ কায়সার

ছবি: সাংবাদিক আশরাফ কায়সার ,সংগৃহীত

সাংবাদিক আশরাফ কায়সার সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, "আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ব্যবসায়ী, আওয়ামীর মুক্তিযুদ্ধের বয়ান থেকে দূরে থাকুন"

তিনি আরও বলেন, "মুক্তিযুদ্ধের সঠিক মূল্যায়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। তারা শুধু ব্যবসা করেছে মুক্তিযুদ্ধের নাম নিয়ে। আমি সবার কাছে আবেদন জানাই, আওয়ামী লীগের বয়ান থেকে দূরে থাকুন।"

তার এই বক্তব্য সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তার সাহসী বক্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ কেউ এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন।

 

 

সুত্র: https://www.youtube.com/watch?v=Iv_7GZQW6FY


 

জাফরান

×