ছবি : সংগৃহীত
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে। আজ ১৯ ই জানুয়ারি (রবিবার) বিকালে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরু হয় শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশের স্বাধীনতা, উন্নয়ন এবং জনগণের কল্যাণে জিয়াউর রহমানের অবদানের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মেহেদী হাসান পলাশ । তিনি বলেন, "শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতার অন্যতম ঘোষক এবং তার নেতৃত্বেই বাংলাদেশ একটি সুশৃঙ্খল ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তার দেখানো পথ আজও আমাদের প্রেরণা জোগায়।"
অনুষ্ঠানে যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল, এবং কর্মীদের মাঝে খাবার বিতরণ।
অনুষ্ঠানের শেষে সকল নেতা-কর্মী শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আদর্শ অনুসরণ করার অঙ্গীকার করেন।
মো. মহিউদ্দিন