ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ২৩:৪৫, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৫৬, ১৯ জানুয়ারি ২০২৫

সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় বিএনপি নেতা বহিষ্কার

ছবি : সংগৃহীত

সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ঠ অভিযোগের ভিত্তিতে ফরিদপুরের সালথা উপজেলার বিএনপির প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারী) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সালথা উপজেলা শাখার সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার ও দলটির সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী সিদ্দিকী খসরু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার।

তিনি বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ঠ অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের নির্দেশে নাসির উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ বহিষ্কার আদেশ বহাল থাকবে।

উল্লেখ্য, গত ২দিন সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বি়ভিন্ন গ্রামে বিএনপি'র দুই গ্রুপের পরস্পর বিরোধী সংঘর্ষে বিএনপি নেতাকর্মীদের কয়েকটি বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। সংঘর্ষে  কয়েকজন আহত হয়। এ ঘটনাতে মামলা দায়ের করা হয়। এই ঘটনায় এক পক্ষের নেতৃত্ব দিয়েছিলেন বহিষ্কৃত এই বিএনপির নেতা নাসিরউদ্দিন মাতুব্বর। 
 

অভিজিৎ রায়/মো. মহিউদ্দিন

×