ছবিঃ সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ই আগস্ট প্রমাণ করেছে কীভাবে জনগণের শক্তি স্বৈরাচারকে বিদায় দিতে পারে। তিনি বলেন, জনগণের পাশে না থাকলে পরে হা-পিত্যেশ করতে হবে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন। তিনি দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান, জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে।
তারেক রহমান বলেন, “জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। জিয়াউর রহমান গণতন্ত্রের যে ভিত্তি স্থাপন করেছিলেন, তা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”
রাজধানীতে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ভোটের অধিকার নিশ্চিত করার কথা বলেন তারেক রহমান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শহীদ রাষ্ট্রপতির জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে, যার মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে নতুন উদ্দীপনা যোগ হবে।
সুত্রঃ https://www.youtube.com/watch?v=GLKNjAGzZ-E&ab_channel=ChanneliNews
জাফরান