ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

ভারত-বাংলাদেশ সীমান্তে পুলিশের এনকাউন্টার

প্রকাশিত: ১৮:৩৪, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৩৫, ১৯ জানুয়ারি ২০২৫

ভারত-বাংলাদেশ সীমান্তে পুলিশের এনকাউন্টার

ভারতে পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাজ্জাক আলম পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে।সাজ্জাক সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পালানোর ছক কষেছিল ।

শনিবার  সকালে চোপড়া সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল। সেই সময় পুলিশ গুলি চালায় বলে জানা যাচ্ছে। আর তাতেই সাজ্জাক আলমের মৃত্যু হয়েছে।

আর এরপরেই ভারতে 'এনকাউন্টার' ইস্যু এখন আলোচনার তুঙ্গে। যদিও এই বিষয়ে  ভারতের পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে জানা যাচ্ছে, সাজ্জাকের শরীরে তিনটি গুলি লাগে। তাঁর বাঁ কাঁধে, পিঠে এবং পায়ে গুলি লাগে বলে জানা যায়। এরপরেই সে মাটিতে পড়ে যায়। কার্যত আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে সাজ্জাককে নিয়ে আসা হয়।

কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যা খবর, ঘটনার পরেই জেলা পুলিশ প্রশাসনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। 

সূত্র: ওয়ান ইন্ডিয়া

ফুয়াদ

×