ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

দেশে ১০০ জন সংসদ সদস্য হওয়ার মত যোগ্য না: ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশিত: ১৬:২০, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৬:২১, ১৯ জানুয়ারি ২০২৫

দেশে ১০০ জন সংসদ সদস্য হওয়ার মত যোগ্য না: ব্যারিস্টার ফুয়াদ

দেশে ১০০ জন সংসদ সদস্য হওয়ার মত যোগ্য না বলে মন্তব্য করেছেন এবি (আমার বাংলাদেশ) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

ফুয়াদ বলেন, আমি নীতিগতভাবে এবং এবি পার্টি আমরা দ্বি-কক্ষবিশিষ্ট সংসদের বিপক্ষে। ব্রিটিশ পার্লামেন্টে হাউজ অব লর্ডস কেন তৈরি করতে হয়েছিল? কারণ ইংল্যান্ডে জমিদারি প্রথা ছিল। রাজারা বিভিন্ন অঞ্চলের জমিদারি দিয়ে দিত।

ফুয়াদ বলেন, এই রাষ্ট্রে আমরা যারা এখন রাজনৈতিক কর্মী আমার দৃষ্টিতে ১০০ লোক সংসদ সদস্য হওয়ার যোগ্য দেখি না। এই ভাঙাচোরা সংসদে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা যেটা বলে দেয়া আছে, সে লেজিসলেশন বুঝে কি না, সে রোলস অফ বিজনেস তৈরি করতে পারে কি না, সে রাষ্ট্রের নীতিমালা প্রণয়ন করতে পারে কি না, এইরকম যোগ্য ১০০ পলিটিশিয়ান আপনি এমপি বানাতে পারবেন না। তাহলে সেই হাউসে আপনি ৪০০ লোক আপনি কোথা থেকে পাবেন? প্র‌্যাক্টিকাল না একেবারেই। পিংপং ডিল করবেন কীভাবে?

তিনি আরও বলেন, বরং আমি দেখতে পাচ্ছি  দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্ট যেটা হবে এটা একটা পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে।

 

ভিডিও লিংক: https://youtu.be/0LaLxNTWXJs?si=aQVR8L9V5jp8kveE

শিহাব

×