ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
বাংলাদেশের সব ক্যাম্পাসে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শনিবার (১৮ জানুয়ারি) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘ছাত্রদলের পনেরো বছরের ত্যাগ, শ্রম ও সংগ্রাম অস্বীকার করে কোনও ইতিহাস রচনা করা হলে তা ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। একইসঙ্গে বাংলাদেশের সব ক্যাম্পাসে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’
এসময় তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের আওতায় আনার ব্যাপারে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সদিচ্ছা পোষণ করছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের একজন নেতাকর্মীকে বিচারের আওতায় আনার জন্য সামান্যতম সদিচ্ছা পোষণ করছে না। সরকার ভেবেছে ছাত্রলীগকে শুধু দায়সারা নিষিদ্ধ করলে তাদের অপকর্ম ঢাকা পড়ে যাবে।’
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, ‘আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে এক এবং ঐক্যবদ্ধ আছি। যারা জুলাই-আগস্টের আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে। আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা এমন কোনও কর্মকাণ্ড করবেন না, যার দ্বারা ঐক্য নষ্ট হয়।’
সূত্র: https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fyoutu.be%2FUH0UGEq4ow4%3Fsi%3D8AZft9UebzbOIlo5%26fbclid%3DIwZXh0bgNhZW0CMTAAAR2h8l4r475YZ1GHnMa4MyJNZkLIfhikCPPv9qJyv5hjL7HEbbzpPSZAkIc_aem_p3CfbX-n_6qErRR3soSuyA&h=AT3qdlAaj5SQ6pgiaFzmsbF3snZ2X662KyLyzqTp1bQF1gY1A9A9eEGCbgJn0OjUo52QIohzIeaGxaM6_37CV-2le9V2G8QffDSntejTO_i1zvr1Y-o8exCC8pXJHkMRzitv1g
ইসরাত