সংবিধান সংস্কার কমিটির প্রস্তাব অনুযায়ী জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছেন এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ। আসাদুজ্জামান ফুয়াদ বলেন,আমরা এবি পার্টি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিপক্ষে।
তিনি বলেন প্রাচীনকালে জমিদারেরা কখনো সাধারন মানুষের সাথে বসতেন না ,বর্তমান আধুনিক সরকার ব্যবস্থায় একই জিনিস রিপিট হতে যাচ্ছে।
দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভায় উচ্চকক্ষের যারা বসবে তাদেরকে জমিদার উল্লেখ করে বলেন, প্রজার সাথে তারা একই কক্ষে বসবে কিভাবে।দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের সদস্যরা জমিদার শ্রেণি হয়ে উঠবেন, যারা প্রজাদের (সাধারণ মানুষ) সাথে একসাথে বসতে দ্বিধাবোধ করবেন।
তিনি বলেন ১৯৫০ সালের ৫০ সত্য আইনের মাধ্যমে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গিয়েছে। যে প্রথা বিলুপ্ত হয়েছে সেটা আবার কেন কাম ব্যাক করছে।
আসাদুজ্জামান ফুয়াদ মনে করেন বাংলাদেশের সংসদ সদস হওয়ার মতো যোগ্য ১০০ জন লোকও বর্তমানে নেই।এমতাবস্থায় ৪০০জন যোগ্য সংসদ সদস্য নির্বাচন করাটা মোটেও সহজ হবে না বলে মনে করেন ফুয়াদ।
তিনি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সম্ভাব্য নেতিবাচক দিকগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। ফুয়াদের মতে, এই ব্যবস্থা কার্যকর হলে তা একটি রাজনৈতিক পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে। এর ফলে নতুনভাবে চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহার শুরু হবে, যা দেশের জন্য অশুভ সংকেত।
এ তাদের মতে এই প্রস্তাব গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পরিবর্তে আরও পিছিয়ে দেবে।
সূত্র:SATV
আফরোজা