অধ্যাপক রোবায়েত ফেরদৌস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৮ লক্ষ কোটি টাকা। যা দিয়ে করা যেতো ৯৫ টি পদ্মা সেতু।
সম্প্রতি এক অনুষ্ঠানে বিগত সরকারের সমালোচনায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, যে দেশে ৫০০ টাকা বিধবা ভাতার জন্য এক বিধবা ৫ মাইল রাস্তা হেঁটে আসেন, ৭০০ টাকা বয়স্ক ভাতার জন্য ১০ মাইল হেঁটে উপজেলা সদরে যান বৃদ্ধা সেই দেশের গরীব মানুষের ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা সরকার। এই টাকার পরিমাণ এত বেশি যে এই টাকায় ৯৫ টি পদ্মা সেতু নির্মান করা সম্ভব হতো।
এছাড়াও এসময় তিনি, তারেক রহমানকে তাঁর রাজনৈতিক টলারেন্স ও বহুত্ববাদের জন্য ধন্যবাদ জানান।
ইসরাত