তারেক রহমান ও অধ্যাপক রোবায়েত ফেরদৌস
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে এক বক্তব্যে অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, তারেক রহমানের টলারেন্স লেভেল আমাকে মুগ্ধ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই অধ্যাপক বলেন, কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য একসময় রাজনৈতিক কার্টুন আঁকতেন। তারেক রহমান শিশির ভট্টাচার্যের এই শিল্পকে উন্মুক্ত করে দিয়ে বলেছেন তিনি যত খুশি কার্টুন আঁকুন, আমার সমালোচনা করুন। তারেক রহমানের এই টলারেন্সের লেভেল আমাকে মুগ্ধ করেছে।
তিনি বলেন, স্তাবকতা যে শিল্পের পর্যায়ে চলে যেতে পারে তা শেখ হাসিনার প্রেস কনফারেন্স দেখিয়েছে। স্তাবকতা ও সাইকোফেন্স দিয়ে ক্ষমতায় থাকা যায় না।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর তারেক রহমানের এক বক্তা আমাকে মুগ্ধ করেছে। সেই বক্তব্যে তারেক রহমান বলেছেন বাংলাদেশে বৌদ্ধ থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলিম থাকবে, বিশ্বাসী থাকবে আবার অবিশ্বাসী ও থাকবে। এই বহুত্ববাদই গণতন্ত্রের সৌন্দর্য।
সূত্র: https://fb.watch/xcdttilXd9/
ইসরাত