ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

বিএনপির হাইব্রিড বনাম রিয়েল গ্রুপের সংঘর্ষে আহত ৮

প্রকাশিত: ০৩:০৮, ১৯ জানুয়ারি ২০২৫

বিএনপির হাইব্রিড বনাম রিয়েল গ্রুপের সংঘর্ষে আহত ৮

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির ‘হাইব্রিড’ ও ‘রিয়েল’ গ্রুপের দ্বন্দ্ব থেকে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ভৈরব পৌর শহরের চন্ডিবের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ঘর ও দোকান ভাঙচুর হয়।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম এক নেতাকে দেখতে হাসপাতালে এলে ফুল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। পরে এক পক্ষ ‘হাইব্রিড’ ও অন্য পক্ষ ‘রিয়েল বিএনপি’ বলে স্লোগান দিলে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টার এ সংঘর্ষে পাঁচজন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং গুরুতর আহত দুজনকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। সংঘর্ষে জড়িতরা পরস্পরের বিরুদ্ধে হাইব্রিড ও খাঁটি বিএনপি হওয়ার অভিযোগ তুলেছেন।

এম.কে.

আরো পড়ুন  

×