ছবি: সংগৃহীত
জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের স্পিরিট থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের আয়োজিত "মার্চ ফর জাস্টিস" র্যালিতে তিনি এ মন্তব্য করেন।
নাসির উদ্দিন নাসির বলেন, গণঅভ্যুত্থানের চেতনা থেকে সরকার ধীরে ধীরে সরে যাচ্ছে। সরকারের যেসব পদক্ষেপ নেওয়া জরুরি ছিল, সেসব কার্যক্রম বাস্তবায়নে তারা কোনো উদ্যোগ নিচ্ছে না। বিশেষ করে যারা সরাসরি গুলি চালিয়েছে, তাদের গ্রেপ্তারে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাইনি।
শনিবার বিকাল ৩টা ২০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন সংলগ্ন গেটের সামনে থেকে শুরু হয় র্যালিটি, যা বিকাল সাড়ে চারটায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। সকাল থেকেই ছাত্রদলের নেতা-কর্মীরা সমবেত হতে থাকেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের পাশাপাশি আশপাশের জেলার নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে যেসব শক্তি ভূমিকা রেখেছে, তাদের তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে ছাত্রদল।
তাবিব