ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

মির্জা ফখরুলের হেনস্তার সংবাদটি সত্য নয়, বাংলাভিশনের দুঃখ প্রকাশ

প্রকাশিত: ০০:২৩, ১৯ জানুয়ারি ২০২৫

মির্জা ফখরুলের হেনস্তার সংবাদটি সত্য নয়, বাংলাভিশনের দুঃখ প্রকাশ

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এপিবিএনের হাতে হেনস্তার শিকার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল -সহ বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়ে। তবে, সংবাদটি সঠিক নয় বলে জানা গেছে। ইতোমধ্যেই বেসরকারি টেলিভিশোন চ্যানেল বাংলাভিশন সংবাদটি প্রচারের জন্য দুঃখপ্রকাশ করেছে।

এক বার্তায় চ্যানেলটি জানিয়েছে, "বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরনো ভিডিও 'এপিবিএনের অশোভন আচরণের শিকার' শিরোনামে প্রচার করায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।"

এম.কে.

×