ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়েছেন, "১৫ বছরের ছাত্রদলের সংগ্রাম এবং ত্যাগ অস্বীকার করে ইতিহাস রচনা হলে, তা ডাস্টবিনে নিক্ষেপ করা হবে।"
তিনি দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
রাকিব আরও বলেন, "বিগত সাড়ে ১৫ বছরে ছাত্রদল যে সংগ্রাম করেছে, তা অস্বীকার করে যদি কেউ ইতিহাস রচনা করতে চায়, তা ছাত্রদল মেনে নেবে না।"
তিনি বলেন, “আমরা এখনো সকল ছাত্র সংগঠনকে এক এবং ঐক্যবদ্ধ রেখে ফ্যাসিবাদ ও দেশের স্বাধীনতা রক্ষায় একসাথে কাজ করছি।"
তিনি আরও জানান, "যারা জুলাই-আগস্ট আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, তাদের ষড়যন্ত্রের অংশ হয়ে ঐক্য বিনষ্ট না করার আহ্বান জানাচ্ছি।"
ছাত্রদল সভাপতি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেন, "যতদিন ছাত্রলীগের বিচার না হবে, ততদিন আমরা রাজপথে থাকবো।"
ভিডিও দেখুন: https://youtu.be/cwAhsZRlgQU?si=dw_wHhrPPvTFTWaO
এম.কে.