ছবি: সংগৃহীত
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "সব জয় হয়ে গেছে, তবে বিএনপির জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে। বিএনপির নেতাকর্মীদের বলছি, আমরা ক্ষমতায় আসি নি, ক্ষমতার পরিবর্তন হয়েছে মাত্র। যদি মনে করেন ক্ষমতায় এসে গেছেন, তাহলে ভুল করবেন। এমন আচরণ করবেন না যা মানুষের ক্ষোভ সৃষ্টি করবে।"
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে শনিবার বিকেলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টুকু আরও বলেন, "বিএনপি একটি গণতান্ত্রিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, বেগম খালেদা জিয়া পার্লামেন্টের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের দল কখনো ভোট ছাড়া ক্ষমতায় যাবে না।"
তিনি আরও বলেন, "কিছু দল ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করছে, জনগণকে বিভ্রান্ত করছে। আমাদের ধর্ম আমাদের বিশ্বাস, তবে রাজনীতি আমরা আল্লাহর নাম নিয়ে করি না।"
টুকু বিএনপির কর্মীদের সাবধান করে দিয়ে বলেন, "ভোটের কথা বলে লুটপাট করার জন্য যারা প্রস্তুত, তাদের থেকে সতর্ক থাকুন। জনগণের কাছে গিয়ে তাদের কথা শুনুন। ভুল করলে ক্ষমা চাইলে ছোট হতে হয় না।"
তিনি শেষ বলেন, "বিএনপির শহীদদের সম্মান করতে হলে আমাদের ভাল কাজ করতে হবে, জনগণের কাছে পৌঁছাতে হবে। ভোটে মানুষকে বুঝাতে হবে, এবং তবেই এই দেশের গণতন্ত্র অক্ষুণ্ণ থাকবে।"
ভিডিও দেখুন: https://youtu.be/hGW7xP37Hb0?si=AK7bbFmaf3Mv6OBr
এম.কে.