ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

ফ্যাসিস্টরা যেন সংসদে আসতে না পারে সেই সুপারিশ করেছি: বদিউল আলম মজুমদার

প্রকাশিত: ২২:১৮, ১৮ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:৩৭, ১৮ জানুয়ারি ২০২৫

ফ্যাসিস্টরা যেন সংসদে আসতে না পারে সেই সুপারিশ করেছি: বদিউল আলম মজুমদার

দেশের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করার আহ্বান জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিস্ট শক্তিগুলো যেন ভবিষ্যতে সংসদে প্রবেশ করতে না পারে, সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শনিবার (১৮ জানুয়ারি) কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ময়নামতি মিলনায়তনে কুমিল্লা বাঁচাও মঞ্চ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারের বিষয় ছিল "ড্রিম মেগাসিটি কুমিল্লা ও এএইচকে স্যাটেলাইট সিটি বিষয়ক মূল্যায়ন ও অনুমোদন"।

ড. বদিউল আলম বলেন, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। যারা মানুষ হত্যা, বিচারবহির্ভূত হত্যা, মানবতাবিরোধী অপরাধ করেছে, তারা যেন কোনো রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হতে না পারে এবং রাজনীতিতে ভূমিকা রাখতে না পারে।

তিনি আরও বলেন, গত তিনটি নির্বাচন, বিশেষ করে ২০১৮ সালের কলঙ্কজনক নির্বাচন তদন্তের আওতায় আনা উচিত। একটি বিশেষ কমিশনের মাধ্যমে ওই নির্বাচনে যারা জালিয়াতি ও অনিয়ম করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। নির্বাচন কমিশনকে আরও স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্যে আনার সুপারিশও আমরা করেছি।

সংসদীয় কমিটির কাছে নির্বাচন কমিশনের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন যদি কোনো অন্যায় বা সংবিধান লঙ্ঘন করে, তবে সংসদীয় বিশেষ কমিটি তদন্ত করে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দেবে।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, বাজেটের ৩০ শতাংশ স্থানীয় সরকারের জন্য বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনকে নির্দলীয় করার কথা বলা হয়েছে, যেন স্থানীয় সরকার মানুষের দোরগোড়ায় কাজ করতে পারে।

রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বৃহত্তর অংশগ্রহণের প্রস্তাব রেখে তিনি বলেন, সংসদ সদস্যদের পাশাপাশি স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদেরও রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রাখা উচিত। সেমিনারে কার্যপত্র উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

 

রিফাত

আরো পড়ুন  

×