জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ধর্ম ব্যবসায়ী আমরা না, ভোট যখন আসে তখন টুপি কিনে যারা মসজিদে যায় তারা ধর্ম ব্যবসায়ী।
তিনি বলেন, খুব সাবধান হয়ে কথা বলবেন। এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে । আওয়ামী লীগ রাজনীতি থেকে হারিয়ে গেলেও এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। জামায়াতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা আওয়ামী স্টাইলে জামায়াতের বিরোধিতা করে তাদের কথায় ফ্যাসিস্টের গন্ধ পাওয়া যায়। আওয়ামী লীগ জামায়াতকে ধর্ম ব্যবসায়ী বলেছিল, স্বাধীনতা বিরোধী বলছিলো। আপনারা সেই আওয়ামী স্টাইলের কথা বলছেন কেন। জামায়াতের নিষিদ্ধে যারা ষড়যন্ত্র করেছে ইতিহাসে তারা স্বৈরাচার হিসেবে পতিত হয়েছে।
তিনি আরও বলেন, ধর্ম ব্যবসায়ী আমরা না, আমরা ইসলামের আদর্শে দেশ গড়তে চাই। আর যারা ব্যক্তিগত জীবনে ধর্ম মানেন না কিন্ত ভোট আসলে টুপি কিনে মসজিদে যান তারাই ধর্ম ব্যবসায়ী। আমরা ১২ মাস ধর্ম মানি, ভোটের সময় শুধু টুপি কিনে মসজিদে যাই না। স্বাধীনতার ৫৩ বছর পর পক্ষ-বিপক্ষ তুলে যদি জামায়াতে ইসলামকে সাইজ করতে চান, আপনারা নিজেরাই সাইজ হয়ে যাবেন।
রিফাত