ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

যারা একবার পালিয়ে যায় তাদের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই: সেলিমুজ্জামান সেলিম

মোঃ আশরাফুজ্জামান, কাশিয়ানী,গোপালগঞ্জ

প্রকাশিত: ২০:০৯, ১৮ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:১৫, ১৮ জানুয়ারি ২০২৫

যারা একবার পালিয়ে যায় তাদের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই: সেলিমুজ্জামান সেলিম

ছবি: জনকন্ঠ

গোপালগঞ্জের কাশিয়ানীতে  জাতীয়তাবাদী যুবদল ৩ নং মাহমুদপুর ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা  বর্ধিত সভা শনিবার (১৮ জানুয়ারি) বিকাল বিকাল ৪ টার সময় দিঘড়গাতি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

 

এসময় জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ,। আগামীর বাংলাদেশ হবে শহিদ জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশ।
পতিত ফ্যাসিস্ট শৈরশাসক যারা একবার পালিয়ে যায় তাদের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।

কাশিয়ানী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা টিটনের সঞ্চালনায় বর্ধিত সভার  উদ্বোধন করেন কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সি এনামুল হক সিমুল। উক্ত বর্ধিত সভায়   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা  বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা মোল্লা , সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য  ও প্রকাশনা বিষায়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি,গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন,কাশিয়ানী উপজেলা বিএনপির সিনিয়ার সহসভাপতি আজিজুল হক নান্নু মুন্সি।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল হক পাবেল,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, সহ কাশিয়ানী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

 

 

তাবিব

×